কদা সালাহউদ্দীন আইয়ুবী রহিমাহুল্লাহ ছোটবেলায় রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলছিলেন। তখন তাঁর বাবা তা দেখে রাগে তাকে জড়িয়ে ধরলেন এবং উঠিয়ে দিলেন। তারপর বললেন,

—তুমি শিশুদের সাথে খেলাধুলা করার জন্য আমি তোমার মাকে বিয়ে করিনি। করেছি ‘আল-আকসা’ পুনরুদ্ধার করার জন্য!
তাঁর বাবা আকারে ছিলেন একজন দীর্ঘকায় মানুষ এবং উচ্চ মর্যাদার অধিকারী। তিনি সালাহউদ্দীন আইয়ুবীকে ছেড়ে দেন, ফলে সালাহউদ্দীন আইয়ূবী মাটিতে পড়ে যান। তিঁনি মাটিতে আঘাত পাবার পর, তাঁর বাবা তাকে জিজ্ঞাসা করলেন,
—ব্যাথা পেয়েছ?’
—হ্যাঁ’
—তাহলে তুমি কাঁদলে না কেন?’
উত্তরে সালাহউদ্দীন আইয়ুবী রহিমাহুল্লাহ বললেন,
—আল-আকসা বিজয়ীর জন্য কান্না করা বেমানান।’
[আল-নাওয়াদিরুল-সুলতানীয়া-ওয়াল-মাহাসিনুল-ইউসুফিয়্যা]


ফেসবুল পোস্টঃ https://www.facebook.com/groups/392508474497465/user/100007856821498